Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

 

ক্রম.

কার্যক্রম

কার্যধারা

ফিস/কোর্ট ফি

সেবা প্রদানের মেয়াদ

জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন  সম্পন্ন করা

জাতীয় সংসদ  নির্বাচন,স্থানীয়   ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন,পৌরসভা নির্বাচন এবং উপ-নির্বাচন সম্পন্ন করা

নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রার্থী মনোনয়ন ফি/ব্যাংক চালান

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়ে

ভোটার  তালিকায়  নাম অন্তর্ভুক্তিকরণ

১৮ বছরের উর্ধে  সকল  নাগরিকের  ছবিসহ ভোটার  তালিকায়  নাম অন্তর্ভুক্তিসহ ভোটার তালিকা প্রণয়ন  করা

বিনামূল্যে

উপজেলা নির্বাচন অফিসে সাধারনত বছরব্যাপী/নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়ে

জাতীয়  পরিচয়পত্র  প্রণয়ন ও  বিতরণ

স্লিপ প্রদানের বিনিময়ে/আবেদনের মাধ্যমেভোটার  তালিকার  পাশাপাশি  জাতীয়  পরিচয়পত্র  প্রণয়ন এবং যথাযথভাবে  বিতরণেরব্যবস্থা  গ্রহণ করা

বিনামূল্যে

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ০১ মাস পর

হারানো জাতীয়  পরিচয়পত্র  পুনরায় প্রদান

আইডি  কার্ড  হারিয়ে গেলে    সংশিস্নস্ট ভোটারগন আইডি  কার্ড  নং উল্লেখ  করে  থানায়  সাধারন  ডাইরী করতে হবে। ডাইরীর  অনুলিপি সংশিস্নস্ট ভোটারের নিকট সংরক্ষণ করতে হবে।নির্বাচন কমিশন  সচিবালয় কর্তৃক প্রদত্ত নির্দেশ  প্রাপ্তি  সাপেক্ষে হতে আইডি কার্ড  প্রদানের ব্যবস্থা করা  হবে।

বিনামূল্যে

আবেদনের ০২ মাসের মধ্যে

ভোটার  স্থানান্তর ও কর্তন

কোন ব্যক্তির নির্বাচন এলাকা ত্যাগ/মৃত্যুজনিত বা নানাবিধ কারণে ভোটার  স্থানান্তর ও কর্তন করা হয়

বিনামূল্যে

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হালনাগাদ কালীন সময়ে

ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ

বিভিন্ন  নির্বাচনের লক্ষ্যেছবি ছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ করা হয়।

নির্বাচন কমিশন  কর্তৃক নির্ধরিত  ফি৫০০/-

আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ে

ভোটার তালিকা  পর্যবেক্ষণ ও  সার্টিফিকেট কপি  প্রদান

কোন ব্যক্তি ভোটার তালিকা  পর্যবেক্ষণ/ সার্টিফিকেট কপি  চাইলে যথানিয়মে তার নমুনা তালিকা প্রদানকরা হয়।

নির্বাচন কমিশন  কর্তৃক নির্ধরিত  ফি১০০/-

আবেদনের ০৩ দিনের মধ্যে

নির্বাচনে অংশ গ্রহনেউদ্বুদ্ধকরন ও সচেতনতামূলক কার্যক্রম

জাতীয়  ও স্থানীয়পর্যায়ের বিভিন্ন নির্বাচনে সাধারন জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণেরলক্ষ্যেউদ্বুদ্ধকরন ওসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ।

বিনামূল্যে

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়ে

নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির সাথে মত বিনিময়, পরামর্শগ্রহন

সঠিক ও নিরপক্ষ নির্বাচন নিশ্চিত করনের লক্ষ্যে স্থানীয়পর্যায়ের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির সাথে মত বিনিময়, পরামর্শগ্রহন ও কার্যক্রম  পরিচালনা।

 

--

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়ে

১০

সরকারের  বিভিন্ন  উন্নয়নমূলক  কার্যক্রমে অংশগ্রহণ

সরকারের  যে  কোন  উন্নয়ন  মূলক  কার্যক্রমে জেলা  ও উপজেলা  পর্যায়ের সকল কর্মকর্তা  ও কর্মচারীদের সক্রিয় ভাবে অংশগ্রহণকরা।

 

--

 

--